kolkata

Mar 29 2023, 16:19

*সমাবেশের মঞ্চ দুর্নীতি ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেকের*

দুর্নীতি ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ মিনার ময়দানে তৃণমূলের যুব-ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তিনি বলেন, ''গত ২ বছরে ১৫১টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে বাংলায়। আমরা চাই দুর্নীতি হয়ে থাকলে শস্তি হোক। কিন্তু বিজপি দোষ করলে আইন আলাদা! তৃণমূল করলে আলাদা! তৃণমূল একমাত্র দল, যারা অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়। তৃণমূল যা বলে করে দেখায়।''

kolkata

Mar 29 2023, 16:18

*বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা অভিষেকের*

 মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার ৬০০ মিটারের মধ্যেই হচ্ছে তৃণমূলের যুব-ছাত্র সমাবেশ। প্রধান বক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমাবেশের মঞ্চ থেকে তিনি বলেন, ''যত দিন যাচ্ছে, শক্তিশালী হচ্ছে তৃণমূল। আজ ট্রেলার দেখালাম, আগামী দিনে দিল্লিতে আন্দোলন। বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন।''

kolkata

Mar 29 2023, 13:22

*মুখ্যমন্ত্রীর সঙ্গে কারা ধর্নায় বসলেন !*

  কেন্দ্রের বিরুদ্ধে ৩০ ঘন্টার ধর্না কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ডঃ আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নামঞ্চে তার সঙ্গে রয়েছেন এক ঝাঁক মন্ত্রী থেকে তৃণমূলের শীর্ষস্তরের বহু নেতা-নেত্রীরা। মঞ্চের মাঝখানে রয়েছেন মমতা। তার দুপাশে তাকে ঘিরে রয়েছেন অরূপ বিশ্বাস, শশী পাঁজা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য,দোলা সেন, ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম, দেবাশিষ কুমার, সুভদ্রা মুখোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়।

kolkata

Mar 29 2023, 13:20

*সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসছে তৃণমূল ছাত্র যুব কর্মীরা*

আজ কলকাতা শহীদ মিনার প্রাঙ্গনে তৃণমূল যুব ও ছাত্র পরিষদের সমাবেশ।আর এই সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসছে তৃণমূল ছাত্র যুব কর্মীরা।হাওড়া স্টেশনে ট্রেনে করে এসে পায়ে হেঁটে কিংবা লঞ্চে করে তারা পৌঁছে যাচ্ছে শহীদ মিনারে।সমাবেশে যোগ দিতে আসা কর্মীদের দাবী দুর্নীতির নামে তৃণমূলকে কালিমালিপ্ত করা হচ্ছে।কোনো অভিযোগ প্রমাণিত নয়।আজকের সমাবেশ বুঝিয়ে দেবে তৃণমূল কত শক্তিশালী।

kolkata

Mar 28 2023, 17:11

*নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের*

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই জন্য নিরপেক্ষ কোন এজেন্সি তদন্ত করুক আদালতও চায়।রাজ্য পুলিশ তদন্ত সিবিআইয়ের হাতে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।

kolkata

Mar 28 2023, 12:34

*পঞ্চায়েত নির্বাচন মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট*

পঞ্চায়েত নির্বাচন মামলায় কোন হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।নির্বাচন সম্পর্কে আইন মেনে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।শুভেন্দু অধিকারী আবেদন এর নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

পঞ্চায়েত নির্বাচনে ওবিসি, এসসি, এসটিদের আসন সংরক্ষণ নিয়ে মামলার রায়দান হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দায়ের করা মামলা ।এই মামলাতেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার ওপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।ফলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখন দিন ঘোষণা করতে পারবে রাজ্যে নির্বাচন কমিশন। তবে মামলাকারি মনে করলে নতুন মামলা করতে পারবেন।

kolkata

Mar 28 2023, 12:31

*শহীদ মিনারে অভিষেক ব্যানার্জির সভার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ ডিএ মঞ্চের সরকারি কর্মচারীরা*

কলকাতা: ২৯ তারিখ শহীদ মিনারে অভিষেক ব্যানার্জির সভা অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন। এই আদালতের অনুমতিতে হাজার পাঁচেক ডি এ আন্দোলনকারি। এখন তারা শহীদ মিনারের নিচে ধর্নায় বসে আছেন। সেখানে তৃণমূল ৪০-৫০ হাজার লোক নিয়ে সভা করলে একটা বড় গোলমালের আশংকা হচ্ছে।

মামলাকারী আইনজীবীর বক্তব্য যেখানে ডিএ মঞ্চ রয়েছে সেখানে এই সভা হলে সমস্যার সৃষ্টি হতে পারে।তাই অন্যত্র সভার নির্দেশ দিক আদালত।মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। সব পক্ষকে নোটিস সার্ভ করার নির্দেশ আদালতের।

আজ দুপুর দুটোয় শুনানি।

kolkata

Mar 27 2023, 19:18

*মমতার নাচের প্রশংসা করলেন রাষ্ট্রপতি*

  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্বোর্ধনা অনুষ্ঠানে সাঁওতালিদের সঙ্গে নেচেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নাচের এবার প্রশংসা করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি আজ ভীষণ খুশি। মুখ্যমন্ত্রী যখন আদিবাসী শিল্পীদের সঙ্গে নিজেই বাদ্যযন্ত্র বাজালেন, নাচলেন তালে তালে, আমার ভীষণ ভাল লাগল। এটা সবাইকে সমান ভাববার একটি চিহ্ন। সবাইকে সম্মান দেওয়া। সবাইকে সমান ভাবে কাছে টেনে নেওয়া, সব সংস্কৃতিকে সম্মান দেওয়া। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই।'

kolkata

Mar 27 2023, 19:12

*বাংলা ভাষা খুব মিষ্টি! রাষ্ট্রপতির প্রশংসায় গর্বিত বাঙালি*


বাংলা ভাষার প্রশংসায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেন, ‘‘বাংলা ভাষা আমার খুব মিষ্টি লাগে। যখন এই ভাষা শুনি মনে হয় গ্রামের আশেপাশেই আছি। এমনই এই ভাষার সুবাস। আত্মসম্মান তথা আত্মগৌরবের জন্য বাংলার পরিচয় রয়েছে। কেবল ১৮ বছর বয়সে ভারতমাতার জন্য ফাঁসিতে চড়েছেন ক্ষুদিরাম বসু।" তিনি আরও বলেন, ‘‘বাংলা ভাষা আমার ভীষণ মিষ্টি লাগে। সুইট ল্যাঙ্গুয়েজ। এই ভাষা যখনই আমার কানে আসে আমার মনে হয়, নিজের গ্রাম-জেলার আশেপাশেই আছি। এমনই এই ভাষার সৌন্দর্য, এমনই এর সুবাস।’

kolkata

Mar 27 2023, 19:10

*রাষ্ট্রপতির সম্বোর্ধনায় সাঁওতালিদের সঙ্গে নাচলেন মুখ্যমন্ত্রী*


নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে সম্বোর্ধনা জানানোর অনুষ্ঠান শুরু হয়েছে। একে একে তার হাতে স্মারক, উত্তরীয় তুলে দিয়ে নাগরিক সম্বোর্ধনা জ্ঞাপন করছেন সরকারি আধিকারিক সহ মন্ত্রীরা। এদিনের অনুষ্ঠানে আদিবাসীদের সঙ্গে নাচের বোলে পা মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সাক্ষী রইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু